রিটার্ন ও রিফান্ড নীতি
আপনি পণ্য গ্রহণ করার 3 দিনের মধ্যে নিম্নলিখিত শর্তে রিটার্ন করতে পারবেন:
শুধুমাত্র মত পরিবর্তনের কারণে (Change of Mind) রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য নয়।
রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত সকল খরচ গ্রাহককে বহন করতে হবে।
যদি পণ্যটি ড্যামেজড, ডিফেক্টিভ বা ভুল পণ্য ডেলিভারি করা হয়ে থাকে।
যদি পণ্যটি ব্যবহৃত না হয় এবং মূল প্যাকেজিংসহ ফেরত দেওয়া হয়।
আমরা পণ্যের অবস্থা যাচাই করার পর রিফান্ড বা রিপ্লেসমেন্ট প্রদান করি।